BBA Admission Eligibility
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিবিএ (সম্মান) ভর্তির আবেদনের যোগ্যতা ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখা থেকে ২। মানবিক শাখা থেকে খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র ১) এইচ.এস.সি. (ভোকেশনাল) ২) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) ৩) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। গ) আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (ঊষরমরনষব) যে কোন ১ (এক) টি পঠিত বিষয়ে (১। হিসাববিজ্ঞান (Accounting) ২। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Business Organization & Management) ৩। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (Finance Banking & Insurance) ৪। উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপণন (Production Management & marketing) ৫। পরিসংখ্যান (Statistics) ৬। উচ্চতর গণিত (Higher Mathematics) ৭। পৌরনীতি ও সুশাসন (Civics & Good Governance) ) (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৩