HOW TO APPLY

অনলাইন আবেদন প্রকৃয়া

১ম ধাপ : আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ যেয়ে Professional মেনুতে ক্লিক করুন এরপর Apply Now (Hons. Professional) মেনুতে ক্লিক করুন,
২য় ধাপ: ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড, পাসের সন ও একটি নিবন্ধিত মোবাইল নম্বর (নিজের অথবা অভিভাবকের) সঠিকভাবে এন্ট্রি দিন,
৩য় ধাপ : আবেদনকারী
Eligible কোর্স Bachelor of Business Administration সিলেক্ট করুন এরপর "Chittagong" বিভাগ ও "Chittagong" জেলা পছন্দ করুন ও কলেজের নাম ”Institute of Global Management and Information System” সিলেক্ট করুন,
৪র্থ ধাপ : আবেদনকারীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ ১২০ 
x  ১৫০ pixels, Image Type: jpg এবং maximum file size: 50 kb হতে হবে,
৫ম ধাপ : আবেদনকারীকে সঠিক ছবি ও তথ্যসহ ছক পূরণ করে
Submit Application অপশনে ক্লিক করতে হবে।
৬ষ্ঠ ধাপ : এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন ওয়েবসাইটে প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে |
[ A4 (8.5”×11”) অফসেট সাদা কাগজে ] প্রিন্ট/pdf কপি সংগ্রহ করতে হবে।
৭ম ধাপ : আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরম ও আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ে জমা দিতে হবে।
৮ম ধাপ : সংশ্লিষ্ট কলেজ যে স্কুল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে কল আবেদনকারীকে
SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।


* আপনার উন্নত ভবিষ্যত কামনা করছি